পৌরকর বৃদ্ধির প্রতিবাদে শহরের বিভিন্ন পয়েন্টে পথ সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরে আবারও বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
‘অযৌক্তিক পৌর ট্যাক্স প্রতিরোধ কমিটি’ বিকেল সাড়ে চারটায় শহরের ফুড অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর মধ্যেই শহরের ফুড অফিস মোড়, উদয়ন মোড়, পশু হাসপাতাল মোড়, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব চত্বরসহ বেশ কয়েক জায়গায় পথ সভা করে। সভাগুলোয় বক্তব্য দেন কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশা, এ্যাড. শাহনেওয়াজ আলী খান পান্না, এ্যাড. মিজানুর রহমান, মনিরুজ্জামান মনির, এ্যাড. আবু হাসিব, ছাত্রনেতা আব্দুল মজিদ, নাগরিক কমিটির রফিকুল আলম প্রমূখ।
বক্তারা বলেন, তারা দীর্ঘ তিন মাস যাবৎ হটাৎ বহুগুণে বর্ধিত পৌর ট্যাক্স যৌক্তিকহারে পূণ:নির্ধারণের শান্তিপূর্ণ আন্দোলন করছেন।
পৌর নাগরিকরা নায্য অধিকার আদায়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাবে বলে উল্লেখ করেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১১-১৬