নাচোলে মার্কেটে ডাকাতি চেষ্টার সময় একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের একটি মার্কেটে গভীর রাতে ডাকাতির চেষ্টার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক ব্যক্তি হচ্ছে, গোপালগঞ্জ জেলা সদরের ডুমুদিয়া গ্রামের সুলতান শেখের ছেলে এবাদ আলী (২৫)। এ ঘটনায় ডাকাত দলের হামলায় আহত হয়েছেন ৩ জন। আহতরা হচ্ছে, নাচোল বাজারের নাইটগার্ড শাহজাহান আলী (৫০) রুটি ব্যবসায়ী রজব আলী (৪৫) ও অলিউল ইসলাম (২২) নামের এক শিক্ষার্থী।
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিন জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে একদল ডাকাত নাচোল বাসষ্ট্যান্ড মোড় আধুনিক মার্কেটে ডাকাতির উদ্দ্যেশ্যে প্রধান গেটের তালা ভেঙ্গে মার্কেটের ভিতরে প্রবেশ করে। এসময় মার্কেটের নাইট গার্ড শাহজাহান আলী টের পেলে ডাকাত দল তার গলায় হাসুয়া ধরে চিৎকার করতে নিষেধ করে। এসময় বিষয়টি বুঝতে পেরে পাশ্ববর্তী রুটি ব্যবসায়ী রজব আলী ঘটনাস্থলে দৌড়ে এসে চিৎকার শুরু করলে ডাকাতের হামলায় সে আহত হয়। তার ছেলে স্বজল পিতাকে বাচাঁতে এগিয়ে এলে ডাকাত দল তার উপরও হামলা চালায়। এরপর ডাকাতরা শাহজান ও রজবকে বেধে মার্কেটের পিছনে আমবাগানে ফেলে পালিয়ে যায়। এঘটনার পর ডাকাতদল নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানের হাজিডাঙ্গা গ্রামের বাড়িতে গ্রীলের দরজা ভেঙ্গে প্রবেশ করার সময় তার হৈ চৈ শুনে পরিবারে লোকজন ডাকাত দলের পিছু ধাওয়া করলে ডাকাতরা ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। এসময় এবাদ আলী নামের এক ডাকাত আটক হয় এবং বাকী ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে মার্কেটের নাইট গার্ড শাহজাহান আলী বাদী হলে নাচোল থানায় মামলা দায়ের করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২৯-১১-১৬

,