এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘বিশ্ববিদ্যালয় দিবস” উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের বড় ইন্দারা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে সকালে বড় ইন্দারা মোড় ক্যাম্পাস প্রাঙ্গনে মুক্ত আকাশে কবুতর ও বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্র্য প্রফেসর এ বি এম রাশেদুল হাসান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা ড. সৈয়দ জাবিদ হাসান, প্রকল্প কর্মকর্তা ওসমান আলী মিয়া, ট্রেজারার (ভারপ্রাপ্ত) শাহরিয়ার কবির, রেজিস্ট্রার মকবুল হোসেন, শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা ও কর্মচারিরা । শেষে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মাধ্যমে শেষ  হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ৯’অক্টোবর  দেশের একমাত্র গবেষনা ভিত্তিক বেসরকারী বিশ্বদ্যিালয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১০-১৬