পাউডার মিশিয়ে দই উৎপাদনের দায়ে তিন দই উৎপাদনকারীকে অর্থদন্ড

ক্ষতিকারক পাউডার মিশিয়ে দই উৎপাদনের দায়ে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের নসিপুরে তিন দই উৎপাদনকারীকে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
দুপুরে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালতের একটি দল সদর উপজেলার নসিপুরের দই উৎপাদনকারী নিতাই চন্দ্র ঘোষ, জগদীশ চন্দ্র ঘোষ ও দুলাল চন্দ্র ঘোষের কারখানায় অভিযান চালায়। এসময় দুধের পরিবর্তে পাউডার মিশিয়ে দই উৎদানের দায়ে ভ্রাম্যমাণ আদালতের চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম তিন দই উৎপাদনকারীকে ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন। ভোক্তা অধিকার সাংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় এই অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কর্মকর্তা এএসপি নুরে আলম।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-১০-১৬