নাচোলে জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জঙ্গী ও সন্ত্রাসবাদ বিরোধী পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার কসবা ইউনিয়নের সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জ অফিসের উপ-পুলিশ পরিদর্শক আয়নাল হক, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাহাতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার, সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা অপরাধ দমনে যে কোন সন্ত্রাসী কর্মকান্ডের তথ্য পুলিশকে সহযোগীতা করার পরামর্শদেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৭-১০-১৬

,