ভোলাহাটে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ৯ম শ্রেণীর পড়ুয়া মেয়ে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর গ্রামের ৯ম শ্রেণী পড়ুয়া মেয়ের বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা প্রশাসন।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাহির উদ্দিন কেএসএস উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী পড়ুয়া মেয়ের সাথে শিবগঞ্জ উপজেলার ধোবড়া বাজারের জনৈক ব্যক্তির ছেলের সাথে বিয়ের খবরে উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিনিধি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, অফিসার ইনচার্জ মহসীন আলীসহ অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, শিশু বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার না থাকায় তার প্রতিনিধি হিসেবে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বুঝানো হয় এবং বাল্য বিয়ের আইনী দন্ডের বিয়য়েও বলা হলে এ বিয়ে থেকে উভয় পরিবার সরে আসেন। এমনকি তারা উভয় পরিবার প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের ছেলে-মেয়েদের বিয়ে দিবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হোন।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গত দু’দিনে ৩টি বাল্যবিবাহ বন্ধ হলো বলে জানা যায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট/ ১৭-১০-১৬
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জাহির উদ্দিন কেএসএস উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী পড়ুয়া মেয়ের সাথে শিবগঞ্জ উপজেলার ধোবড়া বাজারের জনৈক ব্যক্তির ছেলের সাথে বিয়ের খবরে উপজেলা প্রশাসনের পক্ষে প্রতিনিধি হিসেবে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, অফিসার ইনচার্জ মহসীন আলীসহ অন্যান্য কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে এ বিয়ে বন্ধ করেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, শিশু বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার না থাকায় তার প্রতিনিধি হিসেবে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বুঝানো হয় এবং বাল্য বিয়ের আইনী দন্ডের বিয়য়েও বলা হলে এ বিয়ে থেকে উভয় পরিবার সরে আসেন। এমনকি তারা উভয় পরিবার প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের ছেলে-মেয়েদের বিয়ে দিবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হোন।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে গত দু’দিনে ৩টি বাল্যবিবাহ বন্ধ হলো বলে জানা যায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট/ ১৭-১০-১৬