উৎসবের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপূজা > বিসর্জনকালে বৃষ্টি বিড়ম্বনা
চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়েই শেষ হয়েছে সনাতন হিন্দু ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীউৎসব শারদীয় দূর্গাপূজা। জেলায় এবার ১২২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দেশের ঐতিহ্যবাহী সদর উপজেলার বারঘরিয়া বাইশ পুতুল সার্বজনীন দুর্গা মন্দির রয়েছে। বারঘরিয়া বাইশ পুতুল সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি পাল শান্ত জানান, বারঘরিয়া বাইশ পুতুল সার্বজনীন দুর্গা মন্দির ১৭০৫ সালে নির্মিত হয়। সেই আদিকাল থেকেই এখানে পুজা হয়ে আসছে।
বিজয়া দশমী শেষে মঙ্গলবার সন্ধ্যা থেকে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা, পাগলা, পুনর্ভবা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়। বিসর্জনকালে মূশলধারে ব্যাপক বৃষ্টি উৎসবের শেষ আয়োজনে কিছুটা বিড়ম্বনার সৃষ্টি করে। তবে, উচ্ছাস আর উৎসব শেষে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিদায় জানায়, তাদের ‘মা দূর্গা’ কে।
এদিকে, প্রতিমা বিসর্জন নির্বিঘœ করতে আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১০-১৬
বিজয়া দশমী শেষে মঙ্গলবার সন্ধ্যা থেকে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা, পাগলা, পুনর্ভবা নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয়। বিসর্জনকালে মূশলধারে ব্যাপক বৃষ্টি উৎসবের শেষ আয়োজনে কিছুটা বিড়ম্বনার সৃষ্টি করে। তবে, উচ্ছাস আর উৎসব শেষে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিদায় জানায়, তাদের ‘মা দূর্গা’ কে।
এদিকে, প্রতিমা বিসর্জন নির্বিঘœ করতে আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১০-১৬