জেলায় আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

‘টেল টু লিভ’ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্ত মহাদল স্কাউট গ্রুপের আয়োজনে সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি সাইকেল র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবীর, উপজেলা স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু , উপজেলা দুর্যোগ ব্যবস্থপনা ও  ত্রান অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান, শিক্ষক কাইউম ইসলাম সহ অন্যরা। আলোচনা সভায় দূর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
নাচোল 

এ দিকে আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমণ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায়  উপজেলা পরিষদের উদ্দ্যোগে ছাত্র –ছাত্রীদের অংশগ্রহনে একটি র‌্যালি বের করা হয় ।  র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ন শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ওয়াসিফের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের । বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুর রহমান ,মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি ,নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন। আলোচনা সভায় বক্তরা সরকারের গৃহিত পদক্ষেপের কৌশল গুলো বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন।

ভোলাহা

এ দিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ‘দুর্যোগ ঝুকি কমাতে হলে কৌশলসমুহ বলতে হবে’ এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত দায়িত্বে উপজেলা নির্বাহী অফিসার কেএম আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়াারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মুমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মৎস্য কর্মকর্তা ওয়ালিউর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়ালসহ অন্যরা।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১০-১৬

, , ,