বাকের ও চাঁনশিকারী সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাকের আলী ও ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে শনিবার রাতে ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৫৯’বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল হাসান মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকের আলী বিওপির একটি টহল দল নায়েক সুবেদার এ আব্দুস সাত্তারের নেতৃত্বে সীমান্ত পিলার ২৭/৫-এস হতে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শনিবার রাত দেড়টায় (রবিবার) পদ্মানদীর চর (নাপিত পাড়া) নামক স্থান হতে মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অন্যদিকে রাত তিনটের দিকে (রবিবার) চাঁনশিকারী বিওপির¡ একটি টহল দল সুবেদার আলমগীর হোসেনের নেতৃতে সীমান্ত পিলার ১৯৮/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোসাল ডাব আমবাগান নামক স্থান হতে মালিকবিহীন ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। আটককৃত ৪৩ বোতল মদের জব্দ মূল্য প্রায় ৬৫ হাজার টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-১০-১৬