নাচোলে লাইট হাউসের গম্ভীরা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউসের উদ্যোগে আইন সচেতনার লক্ষ্যে আলোচনা সভা ও গম্ভীরা পরিবেশিত হয়েছে।
শনিবার বিকেলে নাচোল উপজেলার সদর ইউনিয়নের সুর্য্যপুর গ্রামে আইনী সহায়তার জন্য গম্ভীরা গান পরিবেশিত হয়। লাইট হাউস নাচোল শাখার কো-অডিনেটর আব্দুর রহিম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মোকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার,সংরক্ষিত আসনের মহিলা সদস্য সোনাভান বেগম, লাইট হাউস নাচোল অফিসের প্যারালিগাল মীনা মাহাতো ও সেচ্ছাসেবী সেলিনা বেসরা।
অনুষ্ঠানে আইনী সহায়তার বিষয়ে গম্ভীরা গান পরিবেশিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২২-১০-১৬
শনিবার বিকেলে নাচোল উপজেলার সদর ইউনিয়নের সুর্য্যপুর গ্রামে আইনী সহায়তার জন্য গম্ভীরা গান পরিবেশিত হয়। লাইট হাউস নাচোল শাখার কো-অডিনেটর আব্দুর রহিম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মোকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার,সংরক্ষিত আসনের মহিলা সদস্য সোনাভান বেগম, লাইট হাউস নাচোল অফিসের প্যারালিগাল মীনা মাহাতো ও সেচ্ছাসেবী সেলিনা বেসরা।
অনুষ্ঠানে আইনী সহায়তার বিষয়ে গম্ভীরা গান পরিবেশিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২২-১০-১৬