পত্নীতলায় সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় সোমবার দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার  আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আমিনুর রহমান, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, নির্মইল ইউনিয়নের চেয়ারম্যান  আবুল কালাম আজাদ, আমাইড় ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন, শিহাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার  শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংবাদিক বুলবুল চৌধুরী প্রমুখ।
সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন বক্তারা।
এর আগে বেলা সাড়ে ১১টায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। জেলা তথ্য অফিসার তৌফিকুল ইসলাম সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও অগ্রগতির তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নওগাঁ/ ১০-১০-১৬