গোসাইবাড়ীতে ৫ম বার্ষিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিমর্ষী ফ্রেন্ডস চ্যাম্পিয়ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের গোসাইবাড়ী মহানন্দা যুব সংঘ আয়োজিত গোসাইবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে ৫ম বার্ষিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৫-১৬ এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনালে বিমর্ষী ফ্রেন্ডস ফুটবল দল ৩-০ গোলে লাউঘাট্টা ফুটবল দল কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে রানা, আরিফ ও সোহেল গোল তিনটি করে। সোমবার বিকেলে ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ আলহাজ্ব মোঃ মঈনুদ্দীন মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শামিল উদ্দীন আহমেদ শিমুল, ১৪নং ধাইনগর ইউপি চেয়ারম্যান আ.ক.ম. তাবারিয়া চৌধুরী, ইস্কেপকো অপারেটিভ সোসাইটি লিঃ চেয়ারম্যান মোঃ মাসুদ রানা। মহানন্দা যুব সংঘের সভাপতি তাজেমুল হক, সাধারণ সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মুনিরুল ইসলাম মাস্টার (চুটু মিয়া)।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১০-১০-১৬
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১০-১০-১৬