দূর্গাপূজা ও মহরমের ছুটির জন্য ৮দিন বন্ধ থাকবে সোনামসজিদ বন্দর

আসন্ন দূর্গাপূজা ও মহরমসহ সাপ্তাহিক ছুটির কারণে টানা ৮টি দিন বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
বন্দর সূত্র জানায়, হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব আসন্ন দূর্গাপূজা ও মুসলমানদের মহরম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত মোট ৬ দিন মহদীপুর স্থল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহদীপুর সিএন্ডএফ এজেন্ট ওয়লেফেয়ার এসোসিয়েশন এর সম্পাদক শ্রী ভুপতি মন্ডলের স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ জানান, মহদীপুর স্থলবন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার আগের দিন অর্থাৎ ৭ অক্টোবর  এবং শেষের দিন ১৪ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সোনামসজিদ স্থল বন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী ১৫ অক্টোবর শনিবার থেকে পুনঃরায় উভয় স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। তবে উভয় বন্দরের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ইমিগ্রেশান খোলা থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৬-১০-১৬

,