চ্যানেল আই’র ১৮তম জন্মদিন পালিত

‘আঠারোয় জয়ধ্বনী’ শ্লোগানে শনিবার দেশের প্রথম বেসরকারী ডিজিটাল টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ১৮তম জন্মাদিন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক টাকা হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। র‌্যালী শেষে জন্মদিনের কেক কাটেন অতিথিরা।
আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশের সিনিয়র এএসপি ওয়ারেছ আলী মিয়া, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোনাব আলী।
স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ইব্রাহীম, মুক্ত মহোদলের মুশফিকুর রহমান, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রোকসানা আহমেদ, অধ্যাপক আজিজুর রহমান, স্বাধীন সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা স্বর্ণকিশোরী ফারিয়া পারভীন মেঘা। এসময় চ্যানেল আই’র বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এ্যাড. মিজানুর রহমান, আমিনুল ইসলাম মতি, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১০-১৬