শেষ হল তিনদিনব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৬ সমাপ্ত  হয়েছে। শনিবার  দুপুর আড়াইটায় গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে সুবিধা বঞ্চিত শিশু,শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী ) শিশুদেও নিয়ে সমাবেশ ও ছবি আকা প্রতিযোগিতা শেষে বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যদিয়ে সমাপ্তি হয়েছে। জেলা প্রশাসন ও  বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদ হোসেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, উপজেলা শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, অধ্যাপক সিরাজুল ইসলাম, মুক্তমহাদলের প্রতিষ্ঠাতা মোঃ মোসফিকুর রহমান, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকশানা আহমেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম। তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল ২৯ সেপ্টেম্বর সকাল ৯ টায়  কন্যা শিশু দিবস উপলক্ষে সকল প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের  দুপুর ২টায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছেলেদের  মোরগ লড়াই, মেয়েদের  ৫০মিটার দৌড়, শুধুমাত্র শিশু একাডেমীর শিশুদেও জন্য ছড়া বলা প্রতিযোগিতা ও তিনটি বিভাগে চিত্রাংকন  প্রতিযোগিতা ও সকাল ১০টায়  আলোচনা সভা ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-১০-১৬