শিশু ও নারী উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে বুধবার ‘নারী ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রম (৪র্থ পর্যায়)’শীর্ষক প্রকল্পের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের সহযোগীতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখারউদ্দিন শামীম।
চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান, রানিহাটী ইউপি চেয়ারম্যান মহসিন আলী, বারঘরিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, পোলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন, পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকা বেগম। কর্মশালায় বিভিন্ন ¤্রণেী পেশার ৩০ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় শিশু ও নারী উন্নয়ন বিষয়ে শিক্ষা, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ, যৌতুক, দেনমোহর, শিশু নির্যাতন, শিশু পূষ্টি, নারীদের যৌন হয়রানি, মাদক সমস্যা, মা ও শিশুর স্বাস্থ্য, কম্যুনিটি স্বাস্থ্য সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-১০-১৬