নাচোলে আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত

রুখে দাঁড়াও সহিংসতা,উগ্রতার বিরুদ্ধে এই সেøাগান নিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায়  চাঁপাইনবাবগঞ্জের নাচোল মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ে আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত হয়েছে। অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা (আসুস) এর আয়োজনে এবং রুপান্তরের সহযোগিতায় ও পিস কনসোটিয়াম প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠান সমুহে সকালে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্টিত হয়।
 সভা ও র‌্যালিতে অংশগ্রহন করেন,মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম,নাচোল আসুস কার্যলয়ের মনিটরিং  কর্মকর্তা বশির আহম্মেদ,মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ,আব্দুল হক ,ইসমাইল হক,সহকারী শিক্ষিকা শামসুনাহার,শাহীন বানু,এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মশিউর রহমান বাবু সহ প্রমুখ। পরে র‌্যালি শেষে আলোচনাসভায় বক্তারা বলেন,সহিংসতা ও সন্ত্রাস মানুষ এবং দেশের ক্ষতিস্বাধন ছাড়া কোন ফল বয়ে আনতে পারে না। নিজ পরিবার ও সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার জন্য বক্তারা সকল কে আহম্বান জানান। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৬-১০-১৬

,