ভোলাহাটে জমিজমা নিয়ে সংঘর্ষে তিনজন আহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের গোহালবাড়ি ইউনিয়নের রাধানগর গ্রামে শুক্রবার সন্ধ্যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিবদমান দু’ পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে  রাধানগর গ্রামের মৃত তুফানী শেখের ছেলে হারুন আলী (৫৩) ও  সারিফ আলীর ছেলে জাহাঙ্গীর (২০) তাদের লোকজন নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পরে। কথাকাটাকাটির এক পর্যায়ে তারা হাসুয়া, লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে রাধানগর গ্রামের হারুন আলী (৫৩) হারুনের বড় ভাই জুল্লুর রহমান (৫৫) ও একই গ্রামের সোনুর ছেলে কোরবান আলী (৩৫)। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-১০-১৬

,