র‌্যাবের অভিযানে ট্রেনের ইঞ্জিনের চোরাইকৃত ডিজেলসহ ২ জন আটক

রেল ইঞ্জিন থেকে চুরি করে ডিজেল বিক্রির সময় অভিযান চালিয়ে ২৫০ লিটার ডিজেলসহ ২জনকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জের মৃত ফকির উদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৪৫) ও একই এলাকার সিরাজউদ্দিনের ছেলে গোলাম রাব্বানী (৫২)।
র‌্যাব সুত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি নুরে আলম’র নেতৃত্বে সোমবার সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা কে.এম উচ্চ বিদ্যালয়ের গেটের বিপরীত দিকে পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে আতাবুর, পিতা-মৃত মকবুল ভাড়া দেয়া টিনের দোকানের ষ্টোর রুমে অভিযান পরিচালনা করে চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য মোজাম্মেল হক (৪৫) ও গোলাম রব্বানী (৫২)কে আমনুরা ষ্টেশন ট্রেনের ইঞ্জিন হতে চুরিকৃত ২৫০ লিটার ডিজেলসহ আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ ও অসাধুভাবে ট্রেনের ইঞ্জিন হতে ডিজেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-১০-১৬