নারী নির্যাতনের বিরুদ্ধে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন

রুখে দাও নারী নির্যাতন এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ সাটু হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য  রাখেন বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জে প্রগতিশীল নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন, নিরাপদ সড়ক চাই’র সদস্য কামরুজ্জামান রানু, আদিবাসী নারী কল্পনা মুরমু, নারী সাংবাদিক মৌটুসি চৌধুরী, বন্ধুসভার সহসভাপতি আলী উজ্জামান নূর, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক খাদিজাতুল কোবরা, সদস্য নয়ন আহমেদ, ফারাহ দিবা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমানে নারী নির্যাতনের যে চিত্র তা ভয়াবহ আতঙ্কজনক। প্রতিদিনই টিভি-পত্রিকায় নারী নির্যাতনের খবর দেখা গেলেও প্রশাসনের যথাযোগ্য ভূমিকা দেখা যাচ্ছে না। তাই অপরাধীদের সঠিক বিচারের আওতায় নিয়ে আসতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-১০-১৬