জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের বক্তৃতা প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে জ্বালানি নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৪ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক  আবু জাফর, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আল, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ ফ ম হাসান প্রমুখ। প্রতিযোগিতায় নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মহিমা জান্নাতুল ইসলাম প্রথম, মাহমুদা ফেরদৌস দ্বিতীয়, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র দেবাশীস চক্রবর্তী তৃতীয় হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৯-১৬