বাংলাদেশী ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করতে চায় ভারত -ভারতীয় হাইকমিশনার

ভারতীয় সহকারী হাই  কমিশনার শ্রী অভিজিৎ চট্রপাধ্যায় বলেছেন বর্তমানে বাংলাদেশ সরকারের সাথে অত্যন্ত দূঢ সর্ম্পকের কারণে বাংলাদেশের ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে ভারত প্রস্তুত রয়েছে। বাংলাদেশে বর্তমানে আমদানি-রপ্তানীতে গতিশীলতা এসেছে। প্রতিটি বন্দরে এখন ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য খুব সহজভাবেই করতে পারছেন। তিনি সোমবার দুপুরে সোনামসজিদ আমদানি রপ্তানী কারক গ্রুপের সভা কক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভায়  একথা বলেন।
এসময় তার সাথে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (সার্কেল) ওয়ারেছ আলী, ৯ বিজিবির’র মেজর সারওয়ার জাহান, ভারতীয় এক্সপোর্ট ইম্পোটার অ্যাসোসিয়েশনের সভাপতি রাম ঘোষ, ভারতীয় এক্সপোর্ট ইম্পোটার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শুকুমার কর্মকার, মোহদিপুর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী ভূপতি মন্ডল, সোনামসজিদ আমদানি রপ্তানী কারক গ্রুপের সভাপতি কবিরুল রহমান খোকন, সাধারন সম্পাদক আবু তালেব, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন।
মতবিনিময়কালে বক্তারা বন্দরের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৬-০৯-১৬

,