শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে উদযাপন পরিষদের মতবিনিময়

এবারের শারদীয় দূর্গা উৎসব উদযাপন নির্বিঘœ ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী, সকল থানা ও গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পুজা উযযাপন কমিটির সভাপতি বাবুল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক প্রণব কুমার পাল, শিবগঞ্জের সাধারণ সম্পাদক কমল ত্রিবেদী, গোমস্তাপুরের সাধারণ সম্পাদক ডলার কুমার সাহা, নাচোলের সভাপতি গোবিন্দ চন্দ্র বর্মন, ভোলাহাটের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার, রহনপুরের মাহান্ত এস্টটের ক্ষিতিশ চন্দ্র আচার্য।
সভায় জানানো হয়, এবার জেলার ১২২ টি মন্দিরের (সদর ৫২, শিবগঞ্জ ৩১, গোমস্তাপুর ২৬, নাচোল ১১ ও ভোলাহাট ২) পূজা অনুষ্ঠিত হবে। সভায় মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা বিশেষ করে প্রতিমা তৈরী, মন্ডপ সাজানো, সাউন্ড সিস্টেমের ব্যবহার, বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৬