সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব ও ডিজটাল হাজিরা পদ্ধতির উদ্ধোধন

চাঁপাইনবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব, ডিজিটাল হাজিরা পদ্ধতি ও স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম নতুন এই পদ্ধতির উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিলা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডিজিটাল সেবার ইতিবাচক দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, সিল্কসিটির কর্মকর্তা আহসানউদ্দিন সরকার ও আসাদুজ্জামান পলাশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি সংশ্লিষ্ট সহকারী শিক্ষক লিনস হাসদা।
১৮০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে প্রাথমিকভাবে ১১ টি কম্পিউটর দিয়ে ল্যাব স্থাপন করা হয়েছে।
ডিজিটাল হাজিরা পদ্ধতি স্থাপন হয়েছে রাজশাহীর সিল্কসিটি সলিউশন লি. এর সহায়তায়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৯-১৬