তিনদিনব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে তিনদিনব্যাপী বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও  বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে কালেক্টর চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে দিবসের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান আকন্দ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, মোহিত কুমার দাঁ, বিআরডিবির উপ-পরিচালক বদরুল আলম, শামসুল করিম প্রমুখ।
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত ৩ দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে রয়েছে ৩০ সেপ্টেম্বর ছেলেদের মোড়গ লড়াই, মেয়েদের ৫০ মিটার দৌড়, ছেলে ও মেয়েদের ছড়া বলা প্রতিযোগিতা, কন্যাশিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ১ অক্টোবর ছেলে ও মেয়েদের দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা এবং শুধুমাত্র সুবিধাবঞ্চিত শিশু, শ্রমজীবী শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন(প্রতিবন্ধী) শিশুদের নিয়ে সমাবেশ, ছবি আঁকা এবং সংগীত প্রতিযেগিতা। শেষে সমাপনী আলোচনা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানা গেছে বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সুত্রে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৯-১৬