নাচোলে শেষ হলো বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে জনগণের চাহিদা বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শেষ হলো জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে স্থানীয় চাহিদা ও অধিপরামর্শ কৌশল” শীর্ষক ২ দিনব্যাপী কর্মশালা।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ (বিসিএএস) ও সিসিডিবির যৌথ আয়োজনে ২দিনব্যাপি কর্মশালা উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ওয়াসিফ, বিসিএএস-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জহিরুল ইসলাম, সিনিয়র রিসার্স অফিসার খলিল উল্লাহ, বিসিএএস-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার বিধানচন্দ্র।
কর্মশালায় অংশগ্রহণকারীগণ তিনটি দলে বিভক্ত হয়ে বরেন্দ্র অঞ্চলের স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের সুপারিশমালা প্রনয়ণ করে তা উপস্থাপনের মাধ্যমে ২ দিনের কর্মশালা শেষ করেন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৯-১৬

,