জাসদের প্রতিনিধি সভায় আবু বাক্কারকে সভাপতি ও হামিদকে সম্পাদক করে জেলা জাসদের কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা জাসদ নেতৃবৃন্দদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ উপজেলা জাসদের সভাপতি অধ্যাপক আবু বাক্কারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওবাইদুল হক চুন্নু ও রোকনুজ্জামান রোকন, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আজহারুল ইসলাম পিন্টু, শিবগঞ্জ উপজেলা জাসদের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম ইউল, জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, শিবগঞ্জ উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম।
প্রতিনিধি সভায় অধ্যাপক আবু বাক্কারকে জেলা জাসদের আহবায়ক কমিটির সভাপতি ও আব্দুল হামিদ রুনুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৯-১৬