সোনামসজিদ তহাখানায় হযরত শাহ নেয়ামতুল্লাহ’র ঔরশ পালিত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক গৌড়ের ছোট সোনামসজিদের সংলগ্ন হযরত শাহ নেয়ামতুল্লাহ (র:) এর মাজারে শুক্রবার দিনব্যাপী পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় ভাদ্র মাসের শেষ শুক্রবারে এবারও হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লি এতে অংশগ্রহণ করেন ওই ঔরশ শরীফে।
এ উপলক্ষে তহখানা মাজার এলাকায় কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় দোয়া মাহফিল ও তহখানা জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে জুমা’র নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গলে বিশেষ মোনাজাত করা হয়। জুমা’র নামাজের পর দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসলি¬¬দের হযরত শাহ নেয়ামতুল¬াহ’র (র:) পরিধেয় বিভিন্ন পোষাক ও আসবাবপত্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
ওরশ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই ধর্মপ্রাণ মানুষেরা ঔরশে আসতে থাকে এবং এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়। ঔরশ শরীফ উপলক্ষ্যে সোনামসজিদ সংলগ্ন মহাসড়কের দু’ধারে বিভিন্ন পন্য সামগ্রীর মেলা বসে।
অনুষ্ঠানটি নির্বিঘœ করতে মেলা প্রাঙ্গন ও ঔরশ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৯-১৬
এ উপলক্ষে তহখানা মাজার এলাকায় কোরআনখানী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় দোয়া মাহফিল ও তহখানা জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে জুমা’র নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গলে বিশেষ মোনাজাত করা হয়। জুমা’র নামাজের পর দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসলি¬¬দের হযরত শাহ নেয়ামতুল¬াহ’র (র:) পরিধেয় বিভিন্ন পোষাক ও আসবাবপত্র দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
ওরশ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই ধর্মপ্রাণ মানুষেরা ঔরশে আসতে থাকে এবং এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে রাত কাটায়। ঔরশ শরীফ উপলক্ষ্যে সোনামসজিদ সংলগ্ন মহাসড়কের দু’ধারে বিভিন্ন পন্য সামগ্রীর মেলা বসে।
অনুষ্ঠানটি নির্বিঘœ করতে মেলা প্রাঙ্গন ও ঔরশ এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০৯-১৬