২৯তম মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্টে আজাহার মুন্না ও শান্তি সংঘের জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েন এর যৌথ ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৯তম মাসুদ স্মৃতি কিশোর ফুটবল টুর্নামেন্ট এর মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে আজাহার মুন্না স্মৃতি সংঘ ও বটতলা হাট শান্তি সংঘ।

দিনের প্রথম খেলা আজাহার মুন্না স্মৃতি সংঘ ৭-০ গোলে মঞ্জুর অটো রাইস সংঘকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আলিফ ও তাসিক ৩টি করে ও রাজু ১টি গোল করে।

অপর খেলায় বটতলা হাট শান্তি সংঘ ৩-১ গোলে মনের আশা সংঘকে পরাজিত করে।

 বিজয়ী দলের পক্ষে নাসিম ২টি ও রাসেল ১টি বিজিত দলের পক্ষে মিম ১টি গোল করে।




চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-০৯-১৬