নাচোলে ইউনিয়ন সালিশী কমিটিরি সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লাইট হাউসের উদ্যোগে ইউনিয়ন সালিশী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত নাচোল উপজেলার নেজামপুর দুর্গামন্দিরের সামনে আদিবাসীনেতা বাবুলাল টপ্পো সভাপতিত্বে ইউনিয়ন সালিশী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় লাইট হাউস সিএলএস ইজলাস প্রকল্পের নাচোল শাখার প্যারালিগাল মিনা মাহাতো ও সেচ্ছা সেবক রমন সরেন ও এলাকার সালিশী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন সালিশী কমিটির সদস্য নিয়ে সালিশ করার ফলো আপ আলোচনা সভা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২০-০৯-১৬
মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত নাচোল উপজেলার নেজামপুর দুর্গামন্দিরের সামনে আদিবাসীনেতা বাবুলাল টপ্পো সভাপতিত্বে ইউনিয়ন সালিশী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় লাইট হাউস সিএলএস ইজলাস প্রকল্পের নাচোল শাখার প্যারালিগাল মিনা মাহাতো ও সেচ্ছা সেবক রমন সরেন ও এলাকার সালিশী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রশিক্ষণ প্রাপ্ত ইউনিয়ন সালিশী কমিটির সদস্য নিয়ে সালিশ করার ফলো আপ আলোচনা সভা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ২০-০৯-১৬