ভোলাহাটে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নে মাছ চাষের জন্য তৈরী করা ডোবার পানিতে ডুবে তারিক জামান নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তারিক জামান ভোলাহাট উপজেলা কৃষি কর্মকর্তা নুরুজ্জামানের ছেলে।
মৃত তারিক জামানের চাচা গাজী সামীম জানান, সকাল ১০ টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল, এক পর্যায়ে পাশেই মাছ চাষের জন্য তৈরী করা হাউজের কখন দিকে তারিক চলে যায়, কেউ জানতেই পারেনি। পরে দুপুর ১২ টার দিকে খোঁজাখুজির এক পর্যায়ে দেখা যায় মাছ চাষের হাউজের পানিতে তারিকের মৃত দেহ ভাসছে। পরে আমরা পানিতে নেমে মৃতদেহ উদ্ধার করি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৯-০৯-১৬
মৃত তারিক জামানের চাচা গাজী সামীম জানান, সকাল ১০ টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল, এক পর্যায়ে পাশেই মাছ চাষের জন্য তৈরী করা হাউজের কখন দিকে তারিক চলে যায়, কেউ জানতেই পারেনি। পরে দুপুর ১২ টার দিকে খোঁজাখুজির এক পর্যায়ে দেখা যায় মাছ চাষের হাউজের পানিতে তারিকের মৃত দেহ ভাসছে। পরে আমরা পানিতে নেমে মৃতদেহ উদ্ধার করি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৯-০৯-১৬