এবার ‘নায্যমূল্যে’ হেলমেট বিক্রয় করল পুলিশ

মানুষের ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ এবার মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে হেলমেট ‘নায্যমূল্যে’ বিক্রয় কার্যক্রম শুরু করেছে।  সোমবার সকালে সুপারের কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্ধোধন করেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম। কার্যক্রমের প্রথম ঘন্টায় প্রায় ৪০টি হেলমেট বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এএসপি হেডকোয়ার্টার আবুল কালাম সাহিদ, এএসপি সার্কেল ওয়ারেছ আলী, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর খলিলুর রহমান, সার্জেন্ট রাকিব, সার্জেন্ট আলিম, সার্জেন্ট জাকির হোসেনসহ ট্রাফিক পুলিশের সদস্যরা।
পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালকদের নিরাপত্তা, ট্রাফিক আইনের প্রতি সচেতনতা বৃদ্ধি, সড়ক দূর্ঘটনা থেকে রক্ষার লক্ষ্যে মোটরসাইকেল ও অনান্য মোটরযানের কাগজপত্র পরীক্ষাসহ বিভিন্ন দামের নায্য মূল্যের হেলমেট এই পয়েন্ট থেকে বিক্রয় করা হচ্ছে। ভিন্ন ধরনের এই উদ্যোগে মানুষ ভাল সাড়া দিচ্ছে। প্রাথমিকভাবে এই উদ্যোগ শুরু হলেও এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৯-১৬