শিবগঞ্জে ফেন্সিডিলসহ ২ জন আটক

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বুধবার সকালে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ হাজার ৫শ’ ৯০ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত ২টি পাওয়ার টিলার আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, সদর উপজেলার চকআলমপুর গ্রামের দবির বিশ্বাসের ছেলে মামুন আলী (৩৮) ও গোমস্তাপুর উপজেলার তিন ঘরিয়া গ্রামের মালিন আলীর ছেলে বাবু (২৫)।
শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল কানসাট-চৌডালা আঞ্চলিক সড়কের করিম বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পাওয়ার টিলারে থাকা ৫শ’৫০ বোতল ফেন্সিডিলসহ বাবুকে আটক করা হয়। অপরদিকে, একই সময় পুলিশের অপর একটি দল উপজেলার পুরাতন বাররশিয়া ঈদগাহ্ মাঠ থেকে অভিনব কায়দায় পাচারের সময় টলিতে রক্ষিত ১ হাজার ৪০ বোতল ফেন্সিডিলসহ মামুন আলীকে আটক করা হয়।
এব্যাপারে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৯-১৬

,