টি ইসলামের দায়ের করা চাঁদাবাজি মামলা খারিজ

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী টি ইসলাম (তরিকুল ইসলাম) কর্তৃক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলুর বিরুদ্ধে চাঁদা দাবি ও সংবাদ পরিবেশন করে মানহানী সংক্রান্ত তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। চাঁপাইনবাবগঞ্জের আমলী আদালতের ‘ক’ অঞ্চলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম জুয়েল অধিকারী মামলা খারিজের আদেশ দেন। এ মামলায় আশরাফুল ইসলাম নামে আরো একজন সাংবাদিককে আসামী করা হয়। গত এক সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধন) আইন ২০১৩’র ৫৭ ধারাসহ দন্ডবিধির ৩৮৫/৪৯৯/৫০০/৫০১ ধারায় এ মামলা দায়ের করা হয়।
টি ইসলাম মামলার আরজিতে উল্লেখ করেন, বাদী (টি ইসলাম) একজন সহজ-সরল গ্রাম্য নিরীহ, স্বনামধন্য ব্যবসায়ী ব্যক্তি। পক্ষান্তরের আসামীগণ আইন অমান্যকারী, দুর্দান্ত দাঙ্গাবাজ, পরধনলোভী, বিভিন্ন খারাপ দোষে দুষ্ট প্রকৃতির লোক। আনোয়ার হোসেন প্রায় সময় অকারণে বাদীর কাছে চাঁদা দাবি করত। চাঁদা দিতে না চাওয়ায় বাদীর বিভিন্ন ধরণের ক্ষতি করত। এর আগে (২৩ আগষ্ট) আনোয়ার হোসেনকে আসামী করে মামলা করায় (ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভোগদখল থাকা পুকুর নিজের দাবি করে সেখানে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলার  অভিযোগে মামলা) মনরাগে এক নম্বর আসামী (আনোয়ার হোসেন) সহযোগিতায় ও উস্কানিতে দুনম্বর আসামীর (আশরাফুল ইসলাম) ইলেকট্রনিক্স ওয়েবসাইট মেইলের মাধ্যমে বাদী সম্পর্কে মনগড়া, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, অশ্লীল ভাষায় ভূমি দস্যু টি ইসলাম, লিখে ইন্টারনেটে প্রকাশ করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৯-১৬