মহারাজপুর ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হয়েছে। শনিবার সকালে পরিষদে মিলনায়তনে কাম্পের উদ্বোধন করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাবুল হক বুলি। নাটোর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের উদ্যোগে এবং মহারাজপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগীর চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা প্রদান করেন নাটোর ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের একটি দল। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব মৃনাল কান্তি পাল, পরিষদের সংরক্ষিত ও সাধারণ সদস্যগণ।
চিকিৎসা শেষে ১৫ জন রোগীর চক্ষু অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে স্বল্পমূল্যে অপারেশন, ঔষধপত্র ও লেন্স বসানোর কাজ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৯-১৬