শিবগঞ্জের তেররশিয়ায় অস্ত্রসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জে ১টি আমেরিকান ৭.৬৫ পিস্তল, ১টি ম্যাগজিন ও ৪ রাউন্ড পিস্তলের গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার তেররশিয়া গ্রামের ফাইজুদ্দিন ওরফে ফিটু কসাই এর ছেলে সুইট (২৫)।






র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) নুরে আলমের নেতৃত্ত্বে র‌্যাবের একটি অপারেশন দল সুইটকে নিজ গ্রামের একটি আম বাগানের মধ্যে থেকে অস্ত্রসহ আটক করে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুইট দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব জানায়।
এব্যাপারে মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৯-১৬

,