কোর্ট পুলিশের হাজতখানায় আসামীর আত্মহত্যার চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের কোর্ট পুলিশের হাজতখানায় মঙ্গলবার ডাকাতি চেষ্টা মামলার এক আসামী আত্মহত্যার চেষ্টা করেছে। তবে, তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মাহবুব আলম জানান, একটি ডাকাতি চেষ্টা মামলার আসামী গোমস্তাপুর উপজেলার নুনগোলা হলপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মো. কালাম (২২) আদালতে হাজিরা দেয়ার পর জামিন না-মঞ্জুর হলে তাকে পুলিশ হাজতখানায় নিয়ে আসা হয়। সেখানে কালাম অন্যান্য আসামীদের গোসল করার কথা বলে হাজতখানার ভেতরে থাকা খোলা বাথরুমে ঢুকে। এসময় বাথরুমের উপরে থাকা একটি রডের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাটি অন্যান্য আসামীরা দেখে ফেলে চিৎকার শুরু করলে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে বিকেলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোর্ট ইন্সপেক্টর বলেন, ‘ এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সে সুস্থ্য রয়েছে’।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৯-১৬