তিলের আড়ালে পাচারকালে নতুন স্টেডিয়াম এলাকায় র‌্যাবের হাতে আটক ১৮ শ ফেন্সিডিল

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহায়চর এলাকার ডা. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামের সামনে থেকে বুধবার রাতে ১৮ শ ফেন্সিডিলসহ তিলবাহী একটি ট্রাক আটক করেছে র‌্যাব। এ সময় ২জনকে আটক করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি নুরে আলম এবং চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ইন্সপেক্টর ইলিয়াছ হোসেনের নেতৃত্বে একটি দল রাত সাড়ে ৭টার দিকে ডা. মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামের সামনে অভিযান চালায়। এসময় শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসা তিল, চিনা, সামাবাহী একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক তল্লাশি চালিয়ে তিলের আড়ালে কৌশলে রাখা ১ হাজার ৮ শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানকালে একটি ট্রাক, ৬ হাজার কেজি চিনা/সামা, ১ হাজার ১৯০ কেজি তিল, নগদ ৯ হাজার ২১৫ টাকা জব্দ করা হয়। অভিযানে র‌্যাবের হাতে আটক হয়,  শিবগঞ্জের  ছত্রাজিতপুর জাহাঙ্গীরপাড়ার ফেলু মন্ডলের ছেলে আঃ সালাম (৩৩), চামাদুখুর মোড় এলাকার বজলুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০)।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৬