‘সন্ত্রাস নয় শান্তি চাই, সঙ্কামুক্ত জীবন চাই’ জেলাজুড়ে উচ্চারিত স্লোগানে-সমাবেশে

শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে সারাদেশের মত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার সমাবেশ, মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস নয় শান্তি চাই শঙ্কামুক্ত জীবন চাই এ স্লোগানকে সামনে রেখে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী আয়োজনে ছিল শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি। আমাদের প্রতিবেদকদের রির্পোটে বলা হয়েছে সভা সমাবেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ  
সন্ত্রাস নয় শান্তি চাই শঙ্কামুক্ত জীবন চাই এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ সন্ত্রাস ও জঙ্গিবিরোধী সমাবেশ করেছে।
সকালে কলেজের ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ। কলেজ অধ্যক্ষ প্রফেসর এ  কে এম মনজুর রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের উপাধাক্ষ প্রফেসর মোঃ ইব্রাহিম, আইনজীবী সমিতির সভাপতি সাদিকাতুল বারী বিনা, স্টাফ কাউন্সিলের সেক্রেটারী প্রফেসর দাউদ হোসেন, স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনিম উদ দৌলা চৌধরী, অ্যাডভোকেট মিজানুর রহমান, সাংবাদিক শহীদুল হুদা অলক, ইসলাম শিক্ষা বিভাগের প্রধান মিয়া মোহাম্মদ নুরুল হক। সমাবেশ সঞ্চলালনা করেন, ইতিহাস বিভাগের প্রভাষক জিয়াউল হক।

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার শাহরিয়ার কবীর, বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র  সাইদুর রহমান,  বিশ্ববিদ্যালয়ের ডেপুটি প্রোজেক্ট ডিরেক্টর ওসমান আলী মিয়া, গেস্ট অব অনার এক্সিম ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মারুফ রানা।

শাহনেয়ামতুল্লাহ কলেজ
সকালে কলেজের হলরুমে অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপাধাক্ষ শরিফুল ইসলাম, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক নুরুল ইসলাম, ফারহাত রহমান, শিক্ষক প্রতিনিধি শামসুল হক, মাহফুজুর রহমান ডন, কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মিজানুর রহমান, ওবাইদুল হক প্রমুখ।

শহীদ স্মৃতি কলেজ
নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ নাজমুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি আহমেদ আনোয়ার আল শহীদ, সাংবাদিক আবদুর রহমান মানিক প্রমুখ ।

শংকরবাটী হেফজুল উলুম মাদ্রাসা
শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল মাদ্রাসার আয়োজনে অধ্যক্ষ ড. ইমরান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম। বক্তব্য  রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শরীফা খাতুন বেবী, ম্যানেজিং কমিটির সদস্য আবদুল হান্নান, হাসানুল মবিন, উপাধ্যক্ষ আবদুর রশিদ, আব্দুল খালেক মহাদ্দেশ, প্রভাষক আজিজুর রহমান প্রমুখ।

নামোশংকরবাটী ডিগ্রি কলেজ
নামোশংকরবাটী ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ হলরুমে অধ্যক্ষ আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাকেরা খাতুন, প্রভাষক গোলাম ফারুক মিথুন, আলী আফজাল আজিজি, তৌহিদুল ইসলাম ডলার, ফিরোজ কবীর প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসা
চাঁপাইনবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার  হলরুমে  অধ্যক্ষ আবদুল্লাহিল কাফির সভাপতিত্বে বক্তব্য ম্যানেজিং কমিটির সদস্য আলাউদ্দিন, অভিভাবক সদস্য আবদুল বাসেদ, পদার্থ বিদ্যাবিভাগের প্রভাষক আবদুল বারী, সমাজ সেবক আহসান হাবীব প্রমুখ।
আলহাজ্ব সামাদ কলেজ
চাঁপাইনবাবগঞ্জ আলহাজ আবদুস সামাদ কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মোঃ রোকুনুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রভাষক আকবর আলী, জাহিদ  সারওয়ার, হাবিবুর রহমান, ইয়াসিন আলী, সুন্দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার শরিফুল ইসলাম প্রমুখ। 

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়
নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক আসলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দ। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক আবদুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক মার্শাল প্রমুখ।
টিকরামপুর উচ্চ বিদ্যালয়
টিকরামপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক কামরুল আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন, সহকারী শিক্ষক নুর আলম, আবদুস সামাদ, সুবাস চন্দ্র দাস, মনিরুল ইসলাম শাহাদাত হোসেন প্রমুখ।
বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়
সদর উপজেলার বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক নাজনাইন শাহনাজের  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল মালেক মানিক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মোসলেমা রহমান মুক্তি, শেফালি খাতুন প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মাঠে অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শাহআলম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রাজ্জাক, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন,  রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল হক, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জোবাইদা নাজনীন ইলা, অবিভাবকের পক্ষে সাজেদা খাতুন প্রমুখ।  
হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ম্যানেজিং কমিটির সভাপতি একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ মতিউর রহমান মটন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবিব, প্রধান শিক্ষক নাসির আখতার, সদস্য জসিম উদ্দীন, একরামুল হক, আব্দুল হাকিম, অভিভাবক আব্দুর রহমান, শহীদুল হক সুয়েল, আনোয়ারুল ইসলাম, রশিদ আলী সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ। আলোচনা সভা শেষে বিদ্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে রাজশাহী সড়ক সহ এলাকার অন্যান্য সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয়ে এসে র‌্যালিটি শেষ হয়।
চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজ
চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল। চাঁপাইনবাবগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আরজাদ আলীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাকাবের অব ব্যবস্থাপক মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. দুরুল হোদা।
বালুগ্রাম আদর্শ কলেজ
বালুগ্রাম আদর্শ কলেজের বেলাল উদ্দিন মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ন, স, ম, মাহবুবুর রহমানের সভাপতেিত্ব অনুষ্ঠতি এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক এ,কে,এম রেজাউল করিম, প্রভাষক আজাদ আলী, প্রভাষক কাউসার জাহান, প্রভাষক ওয়ালিউল ইসলাম ও প্রভাষক হাবিবা কামরুন নাহার।

গোমস্তাপুর

“জঙ্গীবাদ মুক্ত স্বদেশ চাই, শঙ্কা মুক্ত জীবন চাই” শে¬াগানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর মহিলা কলেজে, রহনপুর ইউসুফ আলী কলেজ, পিএম আইডিয়াল কলেজ, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সমাবেশ র‌্যালি, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের হল রুমে এ সমাবেশগুলো অনুষ্ঠিত হয়। রহনপুর ইউসুফ আলী কলেজের সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ মোকবুল হোসেন প্রমূখ। এছাড়া রহনপুর মহিলা কলেজের আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আজিজুর রহমান, প্রভাষক সুলতানা নার্গিস, আজকারুল ইসলাম,  ছাত্রী জান্নাতুন তাজরিন জুই, পিএম আইডিয়াল কলেজের আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, প্রভাষক সাদিকুল ইসলাম, অভিবাবক মাহতাব উদ্দিন, ইমাম রুহুল আমীন, কাউন্সিলর জুয়েল ইসলাম, সেফালি বেগম। তাছাড়া সকালে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন ম্যানিজিং কমিটির সভাপতি গোলাম রাব্বানী বিশ্বাস, প্রধান শিক্ষক কাউসার আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়ব আলী শিক্ষক নাজমুল হক, লোকমান হাকিম, অভিবাবক তোজাম্মেল হোসেন, মুনসুর আলী প্রমূখ।
শিবগঞ্জ
 “সন্ত্রাস নয় শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই” এ শ্লোগানকে সামনে রেখে শিবগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার জঙ্গিবাদ-সন্ত্রাসবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে স্ব-স্ব প্রতিষ্ঠানের উদ্দ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ ¯œাতক মহাবিদ্যালয়, আদিনা ফজলুল হক সরকারি কলেজ, দাদনচক এইচএম উচ্চ বিদ্যালয়, মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা, ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসা ও উজিরপুর আর্দশ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে একই সময়ে একই শ্লোগানে এ কর্মসূচি পালিত হয়।

নাচোল
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী, র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল খুরশেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশীষ কুমার চক্রবর্তী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নাহারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ প্রধান শিক্ষক হামিদ আলী, সহকারী শিক্ষক বাদশা প্রমূখ। অন্যদিকে নেজামপুর আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহবুব আলম, অধ্যাপক মাহবুবুর রহমান ও সহকারী অধ্যাপক হাফিজুর রহমান প্রমুখ।এ-মানববন্ধনে শিক্ষক শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

ভোলাহাট
ভোলাহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ করেছে। এছাড়া মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।
পল্লী মঙ্গল ইনষ্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, ভোলাহাট কলেজ, গোহালবাড়ী দারুল-উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসা, ঝাউবোনা কারিগরি বিএম কলেজ, রামেশ্বর পাইলট ইনষ্টিটিউশন, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়, বাচ্চামারী উচ্চ বিদ্যালয়, আলালপুর দাখিল মাদ্রাসা, মুঞ্জুর আহম্মেদ উচ্চ বিদ্যালয়, ময়ামারী দাখিল মাদ্রাসা, গোহালবাড়ী উচ্চ বিদ্যালয়, বড়গাছী উচ্চ বিদ্যালয়, শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয় পৃথক পৃথক কর্মসুচি পালন করে।
গোহালবাড়ী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ মহসীন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ইউনুস আলী, ওয়ারেশ আলী মাহলত, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিম হায়দার, অধ্যক্ষ মাসুদরানা, অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, মোস্তারী বেগম, আল-আমিন, এ.বি.এম আজাদ, শফিকুল ইসলাম, সেলিম রেজা বিশ্বাস, সুপার বজলুর রহমান, নুরুল ইসলাম, অভিভাবকদের মধ্যে আমিনুল ইসলাম, ছাত্রদের মধ্যে আব্দুস সালাম, রবিউল ইসলাম প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৯-১৬

, , , ,