পুলিশ ও র‌্যাবের দু’টি অভিযানে হেরোইন ও ফেন্সিডিলসহ তিন জন আটক

চাঁপাইনবাবগঞ্জে গোয়েন্দা পুলিশের দু’টি ও র‌্যাব একটি পৃথক অভিযানে হেরোইন,ইয়াবা,গাঁজা ও ফেন্সিডিলসহ তিন জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গৃহিনীপাড়া গ্রামের জাফর আলীর মেয়ে রুমালী বেগম (২২), গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইণগর গ্রামের মসসুর আলীর ছেলে রুহুল আমিন (২৭) ও শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের আব্দুস কুদ্দুসের ছেলে আবুল কালাম (৩৫)।

পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশ পরিদর্শকের নেতৃত্বে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের গৃহিনীপাড়া গ্রামের অভিযান চালিয়ে ৯২টি পুরিয়ায় ৫৮ গ্রাম হেরোইনসহ রুমালীকে আটক করা হয়। ডিবি পুলিশের আরেকটি অভিযানে সোমবার সন্ধ্যায় রুহুল আমিনকে ২০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।



অন্যদিকে সোমবার রাত র‌্যাবের অভিযানে ৪শ’ ৬৭ বোতল ফেনসিডিলসহ কালামকে আটক করা হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে।




চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০৮-১৬

,