শিবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের বৃক্ষ রোপন ও মাছের পোনা অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপন কর্মসুচি উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা, বিলভাতিয়া ও কামালপুর সীমান্ত ফাঁড়ির পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও বিওপি চত্বরে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্ধোধন করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল হাসান মোরশেদ। এ সময় শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুজ্জামান, সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুন কুমার মন্ডল, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট বিওপির কমান্ডারগন উপস্থিত ছিলেন। ৩টি সীমান্ত ফাড়ি এলাকায় ১ হাজার বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত ও ৩’শ টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০২-০৮-১৬

,