নাচোলে আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল, র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা। এবারের পতিপাদ্য বিষয় ছিলো “আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার অধিকার”।
মঙ্গলবার সকালে আদিবাসী নেতা বিপদ ভঞ্জন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি সরকার অসীম কুমার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ড.অজিত দাস, আদিবাসী মুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির সভাপতি যোগেন সরেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি বিশ্বনাথ মাহাতো, নেজাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নিতাইচন্দ্র বর্মণ, নাচোল মহিলা কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তী।
এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক গোবিন্দ চন্দ্র বর্মণ, প্রধান শিক্ষক (অবঃ) সুধেন চন্দ্র বর্মণ, বাবু লাল টপ্পো, লাইট হাউজ নাচোল শাখার ব্যবস্থাপক আব্দুর রহিম বাবু।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৯-০৮-১৬

,