রাণীহাটিতে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে  নয়ালাভাঙ্গা ইউনিয়নের রাণীহাটি স্কুল মাঠে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে নয়ালাভাঙ্গা ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ইরতিজা আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। বিশেষ অতিথি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন,  পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবুল কাসেম জুম্ম।
সভায় সকলকে এক হয়ে জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানায় বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-০৮-১৬

,