পানি ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে জেলা পানি ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আলোচনা সভা বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদ ওয়াসিফ, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি রেজাউল করিম অর্প, সুইস রেডক্রস প্রতিনিধি মাহাদি হাসান, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি আব্দুস সাত্তার, বেসরকারী সংস্থা ডাসকো’র প্রতিনিধি রাজ্জাকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইসরাত জাহান, আনোয়ারা বেগম।
সভায় জেলা প্রশাসক বলেন, জেলার পানি ব্যবস্থাপনার উন্নয়নে নদীতে ড্রেজিং করে পানি সরবরাহ সচল রাখতে হবে। এজন্য নদী খনন অত্যন্ত জরুরী। রাবার ড্যাম নির্মানের মাধ্যমেও নদীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব। নদীর পানি উত্তোলন করে পার্শ্ববর্তী জমি আবাদের জন্য বেশকিছু পানি ব্যবস্থাপনা সমিতি কাজ করছে। জেলার উন্নয়নে সকল সরকারী-বেসরকারী অফিসকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৮-১৬
দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার ব্যবস্থাপনায় এই সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদ ওয়াসিফ, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি রেজাউল করিম অর্প, সুইস রেডক্রস প্রতিনিধি মাহাদি হাসান, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি আব্দুস সাত্তার, বেসরকারী সংস্থা ডাসকো’র প্রতিনিধি রাজ্জাকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ইসরাত জাহান, আনোয়ারা বেগম।
সভায় জেলা প্রশাসক বলেন, জেলার পানি ব্যবস্থাপনার উন্নয়নে নদীতে ড্রেজিং করে পানি সরবরাহ সচল রাখতে হবে। এজন্য নদী খনন অত্যন্ত জরুরী। রাবার ড্যাম নির্মানের মাধ্যমেও নদীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব। নদীর পানি উত্তোলন করে পার্শ্ববর্তী জমি আবাদের জন্য বেশকিছু পানি ব্যবস্থাপনা সমিতি কাজ করছে। জেলার উন্নয়নে সকল সরকারী-বেসরকারী অফিসকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৮-১৬