অবৈধ কাপা ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য দপ্তরের ভ্রাম্যমান অভিযানে আটক প্রায় ২২’শ মিটার কাপা ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে জেলা মৎস্য দপ্তর চত্বরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামছুল আলম শাহ, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানাসহ মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ১৯’শ মিটার লম্বা ৩টি কাপা জাল ও ৩’শ মিটার লম্বা ৩টি কারেন্ট জাল পোড়ানো হয়। জালগুলোর মোট মূল্য ৫ লক্ষ ৮৫ হাজার টাকা। আগামীতে এসব অবৈধ জাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। এসময় জেলা মৎস্য দপ্তরের প্রধান সহকারী মোজাম্মেল হকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২২ জুলাই মহানন্দা নদীর চরমোহনপুর ও খালঘাট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মোট ২২’শ মিটারের ৬টি অবৈধ জাল জব্দ করে জেলা মৎস্য দপ্তর।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-০৮-১৬