২১ আগষ্ট’র হত্যাকারীদের বিচার দাবীতে ছাত্রলীগের মানববন্ধন

ঢাকার বঙ্গবন্ধু এভিনিয়্যুতে ২১ আগষ্ট চালানো গ্রেনেড হামলায় নিহত ২৪ আওয়ামীলীগ নেতা-কর্মী হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ। রবিবার দুপুরে শহরের মুজিব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকলে জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফাইজার রহমান কনক ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আরিফুর রেজা ইমন, সহ-সভাপতি সাইফ জামান, শামীম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি দানেশ আলী প্রমূখ।
বক্তরা ২০০৪ সালের ২১ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের জনসভায় নৃশংস গ্রেনেড হামলায় নিহত মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ আওয়ামীলীগ নেতা-কর্মী হত্যাকারী প্রকৃত অপরাধীদের বিচার দাবী করেন।
কর্মসূচীতে জেলা ছাত্রলীগের বিভিন্নস্থরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ
২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১২তম দিবস উপলক্ষে শিবগঞ্জে শোক র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। রোববার বিকেলে উপজেলা শাখা আওয়ামীলী, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে শিবগঞ্জ ডাক বাংলো চত্বর থেকে একটি শোক র‌্যালী বের হয়ে শিবগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা করে। এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ শামিল উদ্দিন আহম্মেদ শিমুল, দুর্লভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু আহম্মেদ মুক্তা, আতিকুল ইসলাম টুটুল খান, জেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল আলম টিয়া, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের  বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ভয়াবহ গ্রেনেড হামলার তীব্র নিন্দা ও এঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশে শেখ হাসিনা বক্তব্য দেয়ার সময় আকস্মিক হামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪জন নেতাকর্মী নিহত হয়। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০৮-১৬