বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা কর্মসূচী পালন করেছে জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
সোমবার বিকেলে পাঠানপাড়ার নিজস্ব কার্যালয়ে বঙ্গমাতার জীবন নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা, সংস্থার জেলা কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, পরিচালনা কমিটির সদস্য তাসমিমা আনোয়ার প্রমূখ। এ সময় পরিচালনা কমিটির সদস্য ও সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনায় রাজনৈতিক জীবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দৃঢ মনোবল নিয়ে বিভিন্ন প্রতিকূল অবস্থায় পাশে থেকে সাহস ও সহযোগিতাসহ বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জীবনীর বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
এদিকে দিবসটি পালন উপলক্ষে জেলা যুব মহিলালীগ শহরের কল্যাণী মহিলা সংসদে বিকেলে মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে।

এদিকে আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহলত আশরাফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, সহ:সাংগঠনিক মাহমুদুর রহমান শাহ্ বনি, জেলা ছাত্রলীগের সদস্য টমাস আলী, ইউপি সভাপতি টনি, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, শাহাদাত হোসেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৮-১৬

,