৪৫তম গ্রীষ্মকালিন ফুটবল খেলায় পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

গোমস্তাপুর ইউনিয়নের গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৪৫তম গ্রীষ্মকালিন জাতীয় স্কুল ও মাদ্রাসা ইউনিয়ন পর্যায়ের রোববারের ফাইনাল খেলায় জয় পেয়েছে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়। তারা ৩-১ গোলে নয়াদিয়াড়ী উচ্চ বিদ্যালয়কে  পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে মিঠুন ২টি, নাদিম ১টি ও বিজিত দলের পক্ষে টিপু ১টি গোল করে। খেলাশেষে পুরষ্কার বিতরণ করেন- ইউপি চেয়ারম্যান জামাল উদ্দীন মন্ডল। এসময় ম্যানেজিং কমিটির সভাপতি মনতাজ আলি, শিক্ষক অশোক কুমার, নুরুল ইসলাম, শাহজাহান আলি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে চৌডালা ইউনিয়নের চৌডালা ফুটবল মাঠে ৪৫তম গ্রীষ্মকালিন জাতীয় স্কুল ও মাদ্রাসা ইউনিয়ন পর্যায়ের রবিবারের ফাইনাল খেলায় জয় পেয়েছে চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। তারা ২-০ গোলে বসুনীয়া টোলা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের পক্ষে আলিফ, গোল দুটি করে। খেলাশেষে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শাহ আলম। এসময় আনারুল হক, এহসানুল করিম বিপ্লব, আব্দুল মজিদ পচা, আবু মাসুদ সহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৪-০৮-১৬