জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু একাডেমীর নানা কর্মসূচী

চাঁপাইনবাবগঞ্জ শিশু একাডেমী বঙ্গবন্ধু’র ৪১ তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাংকন, আবৃত্ত্বি, গান, রচনা প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থের বিক্রয় ও প্রদর্শনীর আয়োজন করে। রবিবার সকালে জেলা শহরের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে রবিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠানগুলির উদ্বোধন করা হয়। রবিবার ৩টি বিভাগে ৯টি গ্রুপে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ১’শ জন, রচনা প্রতিযোগিতায় ৯০ জন এবং আবৃত্তি প্রতিযোগিতায় ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, জেলা শিক্ষা অফিসার মুখলেসুর রহমান আকন্দ, বিচারক হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান, নয়ন কুমার রাজবংশী, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজেরে প্রভাষক জিয়াউল হক, অব. শিক্ষক শাহ আলমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার পুরস্কার ১৫ আগষ্ট সোমবার প্রদান করা হবে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০৮-১৬