দায়িত্ব নিলেন সদরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যানরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। স্ব স্ব ইউনিয়ন পরিষদে বিদায়ী চেয়ারম্যানদের কাছ থেকে নতুনরা দায়িত্ব গ্রহণ করেন। এদিকে, রবিবার দুপুরে মহারাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে নব-নির্বাচিত চেয়ারম্যান এজাবুল হক বুলির কাছে মহারাজপুর ইউনিয়নের দায়িত্ব হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান সাতেমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ঘুঘুপাড়া জামে মসজদি এর ইমাম মাওলানা মাহবুবুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন মহারাজপুর ইউপি সচিব মৃণাল কান্তি পাল।  এরপর সাবেক পরিষদের পক্ষ থেকে নব-নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড সদস্য নুরুন্নবী মবিন মিয়া এবং নব-নির্বাচিতদের পক্ষ থেকে ৪নং ওয়ার্ড সদস্য একরামুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হোসেন এম, মুক্তিযোদ্ধা আকম জহরুল ইসলাম, এসমা কলেজের অধ্যক্ষ দুরুল হোদা, কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মসিদুল হক, সাংবাদিক জোনাব আলী, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাসেম, মাওলানা সাখাওয়াত হোসেন প্রমূখ। দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে ইউনিয়নের উন্নয়ন ও সমস্যা সমাধানে সকলে মিলেমিশে কাজ করার আহবান জানান বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৮-১৬